মাদকাসক্তিমূক্ত সমাজ বিনির্মানে শিক্ষক ও শিক্ষার্থীদের করনীয় শীর্ষক সেমিনার হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ও নামোশংকরবাটী কলেজের সহযোগিতায় বুধবার এই সেমিনার হয়।
‘নেশা ছেড়ে কলম ধরি-মাদকমূক্ত জীবন গড়ি’ শ্লোগানে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। কলেজ সম্মেলন কক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন নামোশংকরবাটী কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন নামোশংকরবাটী কলেজের সহকারী অধ্যাপক দিলারা বানু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ কবির। এসময় নামোশংকরবাটী কলেজের শিক্ষকগণ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথি মাদকের কুফল বিষয়ে বিস্তারিক তুলে ধরেন এবং মাদক থেকে দূরে থাকার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।