বিশ্ব তামাকমূক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ শ্লোগানে জেলা প্রশাসনের আয়োজনে এই শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।
‘বিশ্ব তামাক মুক্ত দিবস’ উপলক্ষে শুক্রবার (৩১মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক এর কার্য্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তামাক জাতীয় পণ্য বর্জণের আহবান জানান।