চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ জুন) বিকেলে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুশান্ত চন্দ্র বর্মন, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মুঃ মুনসুর রহমান। এছাড়া শিক্ষক, কর্মচারীসহ অন্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় বালক গ্রুপে পূবালী সঃ প্রাঃ বিদ্যালয় ট্রাইবেকারে ৩-১ ব্যবধানে চিনিয়াতলা সঃ প্রাঃ বিদ্যালয়কে এবং বালিকা গ্রুপে পূবালী সঃ প্রাঃ বিদ্যালয় ট্রাইবেকারে ৩-০ গোলে চিনিয়াতলা সঃ প্রাঃ বিদ্যালয়কে পরাজিত করে।