চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি পরামর্শ ও মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদে উপজেলা কৃষি সম্প্রসারণ এর আয়োজনে এ দিবস পালিত হয়। চলতি অর্থ বছরে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কৃষি পরামর্শ বিষয়ক কর্মশালা পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহম্মেদ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহম্মদ রাকিব উদ্দিনসহ অন্যারা।