রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্টে করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশিলতা প্রতিপাদ্যে খরা মোকাবেলায় বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র অঞ্চলের যুব/যুবাদের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর যৌথ আয়োজনে খরা মোকাবেলায় বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সাধারণ সম্পাদক ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য দেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের এর সভাপতি শাইখ তাসনিম জামাল।
খরা মোকাবেলায় বন্ধন কর্মসূচিতে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি গণমাধ্যমকর্মী মো. শামীউল আলীম শাওন বলেন রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে যেভাবে গাছকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। যেভাবে প্রাণপ্রকৃতি, পরিবেশ প্রতিবেশ ধ্বংশ করা হচ্ছে, পুকুরগুলোকে চৌবাচ্চায় রুপান্তরিত করা হচ্ছে, ঠিক এরকম একটি পরিস্থিতিতে বিশ^ পরিবেশ দিবসের আগমূহুর্তে এসে আমরা মানববন্ধন করছি। আমাদের বরেদ্র অঞ্চল তথা রাজশাহীতে যেভাবে তাপদাহ বৃদ্ধি পেয়েছে তা অকল্পনীয়। এই তাপদাহ কেন? নগর পরিকল্পনাবিদরা থাকেন এসি রুমে। তারা তো রাস্তায় থাকে না জনসাধারণের মত। তারা সকলেই এসি রুমে বসে থেকে উন্নয়ন পরিকল্পনা করে। ফলে নিজের ইচ্ছা মত খেয়াল খুশিমত উন্নয়ন পরিকল্পনা করি। পরিকল্পনা যে স্থানকে নিয়ে করা হচ্ছে তাতে পুকুর আছে কিনা শতবর্ষী গাছ আছে কিনা সেটা কাটা পরছে কিংবা ভরাট করা লাগছে কিনা দেখি না। ফলে পরিবেশ প্রতিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে।
পরিবেশ আন্দোলন ঐক্য পবিষদের সভাপতি মাহবুব টুংকু বলেন, “মাটি, পানি, বায়ুসহ সকল প্রকার পরিবেশের দূষণ বন্ধ করতে হবে। শুধু মানুষ নয় সকল প্রাণের জন্য বসবাস উপযোগী নিরাপদ, বাসযোগ্য একটি নগর হিসেবে গড়ে তুলতে হবে এবং একইসাথে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য স্থানীয়, জাতীয় ও আঞ্চলিকভাবে সম্মিলিত সামাজিক গণআন্দোলন গড়ে তুলতে হবে”। বরেন্দ্র ইয়ুথ ফোরামের এর সভাপতি শাইখ তাসনিম জামাল কর্মসূচিতে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
খরা মোকাবেলায় বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের সাধারণ সম্পদক নাজমুল হোসেন রাজু, গ্রীন ভয়েসের বিভাগীয় সহ সমন্বয়ক আব্দুর রহিম, স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি রুবেল হোসেন মিন্টু প্রমুখ। সংবাদ প্রেরক আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, যুগ্ম সাধারণ সম্পাদক, বরেন্দ্র ইয়ুথ ফোরাম-রাজশাহী।