চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুনীর্তি বিরোধী র্যালি, বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরুষ্কার বিতরনী ও আলোচনা সভা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি দুনীর্তি বিরোধী র্যালি শেষে আলোচনাসভা এবং বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন কারীদের মধ্যে বিজয়ীদের পুরুষ্কার বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জল হোসেন। উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: তরিকুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মীর মোস্তাফিজুর রহমান। দুনীর্তি দমন কমিশনের আয়োজনে দুই দিন ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক ও রচনা প্রতিযোগীতায় আট টি করে উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করে বির্তক প্রতিযোগীতায় শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রচনা প্রতিযোগীতায় কয়লারদিয়ার উচ্চ বিদ্যালয়ের পক্ষে মোসা সানজিদা আক্তার বিথি বিজয়ী হন।
শেষে রানারআপ, বিজয়ী, শ্রেষ্ঠ বির্তাকিক ও চ্যাম্পিয়ন দলকে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো: রবিউল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।