চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বিকেলে উপজেলার চৌডালা ইউনিয়নের উয়নগর মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় দিয়াড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বসনীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব সুশান্ত চন্দ্র বর্মন সহ অন্যরা। টুর্নামেন্ট সেরা গোলদাতা হন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রুন্দ্র কর্মকার ও ম্যাচ সেরার পুরস্কার পান সিজান আহম্মেদ।