চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্যো উপকরণ বিতরণ করা হয়েছে। নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, মঙ্গলবার সকাল সাডে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়। ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পিঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। অন্যনোর মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি মৌসুমে ৪শত কৃষকের মাঝে ১কেজি পিয়াজের বীজ, ২০কেজি ডিএপি, ২০কেজি এমওপি ও এক প্যাকেট বালাইনাশক দেওয়া হচ্ছে।