ময়মনসিংহের ভালুকায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নানা বৈষম্যের প্রতিবাদসহ ২ দফা দাবিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর সকল কর্মকর্তা /কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। রবিবার (৭জুলাই) সকাল থেকে শুরু করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে ওই কর্মবিরতি পালন করেছে তারা।
এতে অংশ নিয়েছেন সমিতির সকল জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা –কর্মচারীরা। আরইবি পবিস একিভুতকরণসহ অভিন্ন সার্ভিস কোড প্রনয়ন এবং সকল অনিয়মিত/চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করনের ২টি দাবী তুলে ধরেছেন আন্দোলনকারীরা। দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। উল্লেখ্য, সারা দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী একযোগে এ দাবী আদায়ের লক্ষে এ কর্মবিরতি পালন করছে।