পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণে আন্দোলন শেষ পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতি বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জে। নিম্নমানের সামগ্রী সরবরাহের অভিযোগ তোলা হয়েছে আন্দোলন থেকে। রোববার চাঁপাইনবাবগঞ্জে সপ্তম দিনের মতো কর্মবিরতি পালন করছে চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীরা।
জরুরি সেবা ছাড়া যাবতীয় কার্যক্রম বন্ধ রেখে কর্মসূচি পালন করেন তারা। চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে অবস্থান নিয়ে কর্মসূচি সংক্ষিপ্ত সমাবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বক্তরা চাকরি স্থায়ীকরণসহ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলেন। বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের সেবা দিতে গিয়ে যে বিভ্রাটের সৃষ্টি তা কেবলমাত্র নিম্নমানের সামগ্রী ব্যবহারের জন্য। এই সামগ্রী পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরবরাহ করে। নিম্নমানের সামগ্রীর কারণে দুর্ঘটনাও বাড়ছে বলে মন্তব্য করেন বক্তারা। উল্লেখ্য, সারা দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী একযোগে এ দাবী আদায়ের লক্ষে এ কর্মবিরতি পালন করছে।