ঢাকা ‘মিরনজিল্লা হরিজন কলোনী’তে ব্রিটিশ আমল থেকে বসবাসরত হরিজন সম্প্রদায়কে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক উচ্ছেদ ও পূনর্বাসন, কোটা বাস্তবায়ন ও প্রবর্তণের দাবীতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের হরিজন সম্প্রদায়। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মানবন্ধনে হরিজন সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী,
উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শীল শ্যাম কিশোর দাস মহারাজজী, হরিজন ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা রথিন রায় রুবেল, হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি রাজেন হরিজন, সাধারণ সম্পাদক জেন্টু কুমার, হরিজন নারী নেত্রী মালতি রানীসহ অন্যরা। একাত্ততা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনি,
কমিউনিস্ট পার্টির নেতা সেন্টু, দলিত বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন জেলা কমিটির উপদেষ্টা সাজেমান হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক সঞ্জিব সাহাসহ অনেকে। বক্তারা, ‘মিরনজিল্লা হরিজন কলোনী’তে বসবাসরত হরিজনদের উপর নির্যাতন ও হয়রানী বন্ধসহ কোটা বাস্তবায়ন ও প্রবর্তণ এবং হরিজনদের সকল স্বার্থ রক্ষার দাবী জানান।
মানববন্ধনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জেলা পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দ ও দলিত বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ।