‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যে-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলার পাকা ইউনিয়নের চরপাঁকা উচ্চ বিদ্যালয়ে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী হয়। সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল ইমরান। তিনি বলেন, প্রত্যেক মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে থাকতে হবে। সেই সাথে খাবার খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পরে অবশ্যই সঠিক নিয়মে দুই হাত ভালোভাবে ধৌত করে নিতে হতে। যাতে করে কোনো প্রকার জীবাণু পেটে প্রবেশ করতে না পারে। পরে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার কিভাবে সঠিক নিয়মে হাত ধৌতো করতে হয়, তা প্রদর্শনীর মাধ্যমে দেখিয়ে দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, একাডেমি সুপার ভাইজার মুরশেদুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিস রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, পাকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।