শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বাবুল আকতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, হিসাব রক্ষক কর্মকর্তা শাহীন আক্তার ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রনজিৎ চন্দ্র সিংহসহ অন্যরা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রত্যেক মানুষকে পরিস্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। সেই সাথে খাবার খাওয়ার আগেই অবশ্যই ভালোভাবে দুই হাত ধোয়া লাগবে। যাতে কোন প্রকার জীবাণু পেটে প্রবেশ করতে না পারে। সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। এর আগে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।