1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
শিবগঞ্জে মশা তাড়ানোর আগুনে ৬টি ঘর ভষ্মিভূত - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

শিবগঞ্জে মশা তাড়ানোর আগুনে ৬টি ঘর ভষ্মিভূত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৩০ বার পঠিত

শিবগঞ্জে মশা তাড়ানোর আগুনে ৬টি ঘর ভষ্মিভূত

জেলার শিবগঞ্জে মশা তাড়ানোর আগুনে পুড়ে ৬টি ঘর ভষ্মিভূত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা জামাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো-উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা জামাইপাড়া গ্রামের মৃত ফরাস উদ্দিনের ছেলে আসলাম উদ্দিন ও শুকুদ্দির ছেলে শরিফ উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা জামাইপাড়া গ্রামের আসলাম উদ্দিনের গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুন থেকে সূত্রপাত হলে পাশর্^বর্তী শরিফের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আসলামের তিনটি ঘর, আসবাবপত্র, ধান ও একটি ছাগলের মৃত্যু হয়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি শরিফের। এছাড়া শরিফের তিনটি ঘর, আসবাবপত্রসহ ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পাঁকা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পদ্মার দূর্গম চরাঞ্চল হওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যাবার কোন সুযোগ নেই। আগুনে দুটি পরিবারের ৬টি ঘর ভষ্মিভূত হয়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই ক্ষতিগ্রস্থ পরিবারদের সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!