হরতাল অবরোধের সুযোগ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিমের ট্রাকে আগুন দিয়েছে ডিম ব্যবসায়ীর এক কর্মচারী। বুধবার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ইসরাঈল মোড়ে একটি ডিমের ট্রাকে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে আগুন দেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি একই উপজেলার জালমাছমারী গ্রামের তরিকুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ (১৯)। একই এলাকার ডিমের দোকানের মালিক আবিকুল আহাদ জানান, রাজু তার দোকানে কর্মচারী থাকা কালে মাস দুয়েক আগে ৪৮ হাজার ৩’শ টাকা আত্নসাৎ করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা হবার পর অবরোধ ও হরতালের সুযোগ নিয়ে সে গভীর রাতে তার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেয়। পরে তিনি সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ কে দেখালে পুলিশ রাজুকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরি জোবায়ের আহাম্মদ জানান, প্রশাসনকে বেকায়দায় ফেলতে রাজু অবরোধ-হরতালের নামে ডিমের গাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় মামলার একমাত্র আসামী রাজুকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।