শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া সগর পাড়া গ্রামে বাল্য বিয়ে পড়ানোর দায়ে এক হুজুরকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মোহাঃ জুল্লু’র বাড়ীতে, মোবারকপুর ইউনিয়ন টিকরী গ্রামের রফিকের ছেলে তরিকুল ইসলাম (১৭) ও মোবারকপুর ওপরটোলা গ্রামের মঈন আলীর মেয়ে মলি (১৫) খাতুনের বিয়ে পড়ানোর সময় আনসার ভিডিপি সদস্য শহীদ ইসলামের সহযোগিতায় ঈমাম আবু বক্কার কে আটক করে। বর কনে সহ বড়ীর সকলে টের পেয়ে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আবুল হায়াত অভিযুক্ত মো: আবু বাক্কার ঈমাম কে ৫০ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, সকলে বাল্যবিয়ে কে না বলি। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।