1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মিন্টু রহমান - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মিন্টু রহমান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মিন্টু রহমান

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান। গত জানুয়ারি মাসে অভিন্ন মানদন্ডের আলোকে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন ওসি মিন্টু রহমান। ২২ ফেব্রুয়ারি সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় ওসি মিন্টু রহমান কে পুরষ্কার তুলে দেন, জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম-সেবা। মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম-সেবা। এ ছাড়াও সভায় শিবগঞ্জ থানার শ্রেষ্ঠ এসআই মো. সাইফুল ইসলাম, সদর মডেল থানায় ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ এস.আই মো. নাজমুল হাসান নির্বাচিত হন। অন্যদিকে, শিবগঞ্জ থানার শ্রেষ্ঠ এএসআই মো. শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ সার্জেন্ট মো. গাজীউল ইসলাম নির্বাচিত হয়েছেন। বিশেষ কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মো. শহিদুল্লাহ, এসআই মো. খবির উদ্দিন, এএসআই আহম্মদ হোসেন, মো. মোস্তাফিজুর রহমান ও ভোলাহাট থানার কনস্টেবল মো. শিমুল হোসেন শ্রেষ্ঠত্ব অর্জন করেন। সকল শ্রেষ্ঠত্বদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম। এ ছাড়াও এসআই মো. আবুল কাশেমকে বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসর জনিত (পিআরএল) ছুটিতে গমণ করলে পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। দুটি সভায় পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম জেলা পুলিশ সদস্যদের ভালো-মন্দ বিষয় গুলো মনোযোগ সহকারে শোনেন এবং অতি শ্রীঘ্রই সব বিষয়ের সমাধানসহ উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাসহ সার্বিক বিষয়ে জেলা পুলিশের সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।
এ সময় (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, (নবাবগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. রাকিবুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!