আমের ক্যারেটে বিশেষ কায়দায় মাদক পাচারকালে ৪০৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যবসায়ী, জেলার গোমস্তাপুর উপজেলার আড্ডা বাগোনগাঁ গ্রামের মৃত জহুর আলীর ছেলে মোঃ জসিম (২৪)। র্যাব এক প্রেসনোটে জানায়, ১৩ জুন রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের পল্লীবিদ্যুৎ কাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জসিম’কে ৪০৩ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। র্যাব আর জানায়, আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল গোপনে অবস্থান নিলে একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহজনক হওয়ায় গতিরোধ করে। পরে আমের ক্যারেটের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৪০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।