কোটা সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থী ও পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টার দিকে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘোরিয়া প্রান্তে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা কোটা সংস্কারের দাবি জানায়। তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও জাতীয় পতাকা ছিলো।
এ সময় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর দুই পাড়ের মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মেহেদী হাসানসহ পুলিশের বেশকিছু কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। একপর্যায়ে পলিটেকনিক ইন্সটিটিউট কলেজের অধ্যক্ষ আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেন।
পরে বেলা ১১ টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে বারঘরিয়া গোল চত্ত্বরে সরে যায়। এতে করে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু শিক্ষার্থীরা গোলচত্ত্বরে বিক্ষোভ অব্যাহত রাখে দুপুর পর্যন্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে বিকেল সাড়ে ৩ টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শান্তিমোড়ে মহাসড়ক অবরোধ করে। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে বক্তব্য দেন শিক্ষার্থীরা।
নবাবগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল অবরোধে অংশ নেয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর অবস্থা এড়াতে ঘটনাস্থলে পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে জেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।