ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১ মাস পূর্ন হওয়ায় শহীদের স্মরণে ‘শহীদি মার্চ’ পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহতদের স্মরণে এবং আওয়ামীলীগ সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের অংশ হিসেবে নবাবগঞ্জ নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে শহীদ মিনারে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে স্টুডেন্ট এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মোঃ বায়জিত ইসলাম জীবন, মোঃ সাকির আহমেদ, মোঃ সাব্বির আহমেদসহ স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যরা।