চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধযান শ্যালোচালিত ভুটভুটির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে একজন। সোমবার বিকেলে উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কের করিম বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি, দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌর এলাকার দক্ষিণ সুজালপুর গ্রামের আব্বাস আলীর ছেলে মো: ইব্রাহিম। নিহতের পকেটে থাকা আই.ডি কার্ড দেখে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে ফায়ার সার্ভিসকর্মীরা জানায়, ইব্রাহিম ও তার এক সঙ্গী মোটরসাইকেল যোগে গোমস্তাপুর অভিমুখে যাবার সময় বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই দ্রুত গতির ভুটভুটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয়। আহত হয় অপর মোটরসাইকেল আরোহী। তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের হোসেন জানান, এ ঘটনায় ভুটভুটি টি আাটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।