বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে বাবুপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদের সদস্য কমল কুমার ত্রিবেদী। সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার আহবায়ক গণপতি বারিকের সভাপতিত্বে ও সদস্য সচিব কৌশিক কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাধন কুমার মনিগ্রাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন চৌধুরী, সাধারণ সম্পাদক সঞ্জিব সাহা, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি সঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক সমিত চট্টপাধ্যায়, কেন্দ্রীয় কমিটির সদস্য মটর চন্দ্র সাহা ও নরেন্দ্র সাহাসহ অন্যরা।