প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও বাড়ি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব জমি ও বাড়ির কাগজপত্র হস্তান্তর করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন। ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ¦ প্রকৌশলী মো: মনোয়ার হোসেন চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়াম্যান আব্দুল লতিফ প্রধান ও মুকিতুর রহমান রাফি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, শহরগাছি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, শ্যামলেন্দু মহন রায় জিবু, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, এশিয়ান টিভির গোবিন্দগঞ্জ প্রতিনিধি মাহামুদ খানসহ অন্যরা। তৃতীয় পর্যায়ের ৩৮০টি বড়ির মধ্যে অনুষ্ঠানে ২৪৫ জনকে জমি ও বাড়ির কাগজপত্র হস্তান্তর করা হয়।