গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জনের নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়ে দুজন। গতকাল সকাল সাড়ে ৭ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাকোয়া মাঝিপাড়া নামক স্থানে দ্রুতগতির বাস সিএনজি চালিত অটোরিকশাকে চাকা দিলে এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ি থানার ওসি মো: মাসুদ রানা জানায়, সকালে গাইবান্ধা থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে পলাশবাড়ির দিকে আসছিলো। পথিমধ্যে ঘন কুয়াশায় কিছু বুঝে ওঠার আগেই ঢাকা থেকে গাইবান্ধাগামী শানে খোদা পরিবহনের একটি দ্রুতগতির বাস সিএনজিটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সিএনজি যাত্রী শামীম ও তার স্ত্রী শিমু সরকার এবং শাকিল মিয়া নামক এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পড়ে থাকা তিন যাত্রীর মৃতদেহ পলাশবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গুরুতর আহতদেরকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আরো এক জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন ঘটনাস্থলে স্বামী স্ত্রী সহ ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।