ব্রহ্মপুত্র ও যমুনার চরাঞ্চলের দরিদ্র অসহায় শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার কামারজানির নৌঘাট ও সাঘাটা উপজেলার ঝাড়াবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬’শ ৫০টি পরিবারের মাঝে কম্বল এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মুহা. সেলিম উদ্দিন। এসময় বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক মো: আনোয়ার হোসেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন, জিএম মো: আব্দুল কুদ্দুস, এজিএম মো: মিজানুর রহমান, ডিজিএম কামরুজ্জামান সরকারসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।