চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কালেরকন্ঠ ও বসুন্ধারা গ্রুপের সৌজন্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার নাচোল উপজেলার গোডাউন পাড়ার এনমাস টিমের সভাপতি সাকিল রেজার বাড়ির সামনে এ কম্বল বিতরণ করা হয়। নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু ১৫০-জন শীতার্থদের মাঝে কম্বল তুলে দেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু,কালের কন্ঠের সাব এডিটর জাকারিয়া জামান, জেলা প্রতিনিধি আহসান হাবীব, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বাবু, এনমাস টিমের সভাপতি সাকিল রেজা ও সাংবাদিক মনিরুল ইসলামসহ এনমাস টিমের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।