1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
চাঁপাইনবাবগঞ্জে ইভিএম এ ভোট বিষয়ে জনসচেতনতা কার্যক্রম শুরু - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ইভিএম এ ভোট বিষয়ে জনসচেতনতা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১১২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ইভিএম এ ভোট বিষয়ে জনসচেতনতা কার্যক্রম শুরু

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে ইভিএম এ ভোটদান বিষয়ে জনসচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বিকেলে নাচোল উপজেলার হাট কাজলা গ্রামে এ জনসচেতনতা শুরু করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কর্মকর্তা।

এসময়, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, নাচোল উপজেলা সকল ভোটারদের ইভিএম এ ভোটদান পদ্ধতি হাতে কলমে দেখানো হয়। পরে ইভিএম পদ্ধতি সহজ এবং সময় কম লাগে, এ বিষয়ে সচেতনতা বিষয়ে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এসময় এলাকার ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এসময় নাচোল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলালীগের সভাপতি জান্নাতুন নাঈম মুন্নি, মৌসুমী খাতুন, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুধবার পর্যায়ক্রমে নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের হাকরইল বাজার ও ভাতসা মহনইল গীর্জা স্কুল এবং নেজামপুর ইউনিয়নের হাটবাকইল ইউনিয়ন পরিষদ চত্বরে এ জনসচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশে এ কার্যক্রম আগামী ২৯ জানুয়ারি রবিবার শেষ হবে। উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন ইভিএম এ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!