চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে জাতীয় মহিলা সংস্থা তথ্য আপার উদ্যোগে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার শিবগঞ্জের কানসাট গোপাল নগরে উঠান বৈঠক সভা জাতীয় মহিলা সংস্থার সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগমের সভাপতিত্বে শুরু হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ-১ ও নৌ পরিবহন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আবুল হায়াত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মূলকসহ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যবৃন্দ উঠান বৈঠক পরিচালনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা ফাউজিয়া আক্তার। উল্লেখ্য, তথ্য আপা জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের একটি প্রতিষ্ঠান যা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) হিসেবে দীর্ঘদিন যাবত মহিলাদের বিনা পয়সায় বিভিন্ন রকমের সেবা প্রদান করে আসছে।