‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্যি বিদ্যাংদেহি নমোহস্ততে’ শ্লোগানে সরস্বতী পুজা উদযাপন উপলক্ষে নানা আয়োজন হয় চাঁপাইনবাবগঞ্জে। অনুষ্ঠানের শুরুতে পুজা অর্চণা করেন ঠাকুর সমীর চক্রবর্তী। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী নবাবগঞ্জ সরকারী কলেজ এর আয়োজনে কলেজ মাঠে প্রতিমা ও বানী অর্চণা, পুস্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার, চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কুমার শিপন মদক, যুগ্ম জেলা ও দায়রা জজ গোপাল চন্দ্র রায়, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, আদিনা ফজলুল হক সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ন কবির,
সরস্বতী পুজা উদযাপন কমিটির আহবায়ক ও কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা. নজিপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক সুমন। সনাতন একতা সংঘের সহযোগিতায় এসময় কলেজের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শেষে কলেজের পুজা উদযাপন পরিদর্শণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। শুক্রবার বিকেলে সরস্বতী পুজার প্রতিমা বিসর্জণ দেয়া হবে।