রংপুর রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা স্থাপনের লক্ষ্যে সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি হস্তান্তর বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেপজা’র নিবার্হী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মো: জিয়াউর রহমান, বেপজা’র প্রকল্প পরিচালক আশরাফুল কবীর, প্রকৌশলী মো: ফারুক আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সাঁওতালদের পক্ষে উপস্থিত ছিলেন ফিলিম বাস্কেটসহ অন্যান্য সাঁওতাল নেতৃবৃন্দ।