বেশি দামে ডিএপি ও পটাশ সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চাঁপাইনবাবগঞ্জে বস্তা প্রতি ডিএপি সারে ৫০ টাকা ও পটাশ সারে ১৫০ টাকা বেশি নেয়া এবং অবৈধ বালাইনাশক বিক্রির দায়ে এক সার বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের ধুলাউড়ি বাজারের মেসার্স আক্তারুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আক্তারুজ্জামানকে এই জরিমানা করা হয়। অবৈধ বালাইনাশক ও সরকার নির্ধারিত দামের অতিরিক্ত দামে কৃষকদের কাছে সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের জাহাঙ্গীর। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম বলেন, অবৈধভাবে নিবন্ধনহীন ও কোনরকম রশিদবিহীনভাবে বিভিন্ন কীটনাশক ও বালাইনাশক বিক্রি করছিল ডিলার মো. আক্তারুজ্জামান।
তিনি কোথা থেকে কার কাছ থেকে এসব কীটনাশক ও বালাইনাশক কিনেছেন, তার কোন রশিদ দেখাতে পারেনি। যা সম্পূর্ণ বেআইনি। তিনি আরও বলেন, অবৈধ বালাইনাশক বিক্রি ছাড়াও তিনি ডিএপি সারে ৮০০ টাকার জায়গায় ৮৫০ টাকা এবং ৭৫০ টাকার পটাশ সার ৯০০ টাকায় বিক্রি করছিল। তাই এসব অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত কৃষকদের ভেজাল বালাইনাশক বিপননের বিষয়ে সচেতন করা হয়।