ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে ও ডাসকো ফাউন্ডেশনের টেকসই প্রকল্পের সহযোগিতায় গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মোহাইমিনা শারমীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী কমিশনার (ভুমি) মিথীলা দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, প্রকল্প ব্যবস্থাপক ডমিনিক তুষার রিবেরু, ফাইন্যান্স অফিসার জাহিদুল ইসলামসহ প্রকল্পের অন্যান্য কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফ এফ এইচ আর সেলিনা আক্তার।