জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মহড়া হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী শেষে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে বিশেষ মহড়া হয়। র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থীরা, স্কাউটস সদস্যরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা দূর্যোগ মোকাবেলায় সকলকে সতর্ক থাকে এগিয়ে আসার আহবান জানান। শেষে একই স্থানে দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে বিশেষ মহড়া হয়।