দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ১৪ বছরে পদার্পন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়। বুধবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির কামালের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মোঃ রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, দৈনিক চাঁপাই দৃষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুম, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহাঃ জোনাব আলী, জেলা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবির, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামানিক প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক ফয়সাল মাহমুদ, মোঃ নাদিম হোসেন, মোঃ আসাদুল্লাহ, সিয়াম শাহরিয়ারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে অতিথিবৃন্দ কেক কেটে বাংলাদেশ প্রতিদিন এর ১৪ বছর পদার্পন উদযাপন করেন।