না ফিরার দেশে দৈনিক মানবজমিন পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি ইমন আল ইমরানের আব্বা ও কানসাট কাগজিপাড়ার মৃত মুলি শেখের ছেলে টানু শেখ (৭২)। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টা ২০মিনিটে শেষ নিঃশ্বাড ত্যাগ করেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কানসাট কেন্দ্রীয় গোরস্থানে নামাজে জানাজা শেষে তাকে ওই গোরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় অংশ গ্রহন করেন জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ। দাফন শেষে গণমাধ্যমকর্মীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি দুই ছেলে পাঁচ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক ইমন আল ইমরানের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু।