ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁপাইনবাবগঞ্জের রহনপুর শাখার আয়োজনে বৃহস্পতিবার শাখা কার্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম। রহনপুর শাখা প্রধান মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রসাদপুর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল হোদা। সঞ্চালনায় ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল্লাহ আল মামুর। ইফতার মাহফিলে ব্যাংকের গ্রাহক, সুধী, সাংবাদিকসহ অনেকেই অংশ গ্রহণ করেন।