ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন মে দিবস উপলক্ষে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে। ১ মে সোমবার কলেজ মোড়ের নিজস্ব কার্যালয়ে ইউনিয়নের সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নাসিমুল হকের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, এস আই মোঃ সেলিম সাকলাইন, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিফাত হোসেন টুইংকেল, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব । এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক ইউনিয়নের প্রবীণ সদস্য মোঃ আব্দুর রাকিব, মোঃ রুবেল আলীসহ অন্যরা।