নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি—বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সরাইগাছি মোড়ে সংশ্লিষ্ট দলের আয়োজনে অনুষ্ঠিত কমিটি গঠন সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আহবায়ক হাফেজ মাও: উমর আলী সরদার। এতে প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট দলের নওগাঁ জেলা সভাপতি মাস্টার মুহাম্মাদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা সহ—সভাপতি মাও: মোশারফ হোসেন ও মশিহুর রহমান, সাধারন সম্পাদক শহিদুল আলম এবং সিনিয়র সদস্য মাও: আব্দুর রহমান। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার ৭১ সদস্যের মধ্যে সভাপতি পদে মাও: হুজ্জাতুল্লাহ শেখ ও সাধারন সম্পাদক পদে মাও: মামুনুর রশিদ শাহ্ সহ ২২জনের নাম ঘোষনা করা হয়। নবনির্বাচিতদের নাম ঘোষনা ও শপতবাক্য পাঠ করান প্রধান অতিথি সংশ্লিষ্ট দলের নওগাঁ জেলা সভাপতি মাস্টার মুহাম্মাদ আশরাফুল ইসলাম। এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।