1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
নার্সদের ৫ দফা দাবিতে উত্তাল রাজশাহী - দৈনিক চাঁপাই দর্পণ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত জেলার শিবগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় দাবদাহে বিপর্যস্ত জনজীবন ॥ আরও বাড়তে পারে দিনের তাপমাত্রা নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন হবে না… গোমস্তাপুরে যুবলীগ নেতা টাইগারের মন্তব্য গোমস্তাপুরে বিভিন্ন কর্মসূচিতে রাজশাহী বিভাগীয় কমিশনার ইতিহাসে ভয়াবহ রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর ॥ বিচার না পেয়ে হতাশা চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন বিপুল টাকাসহ পাবনা পাউবোর দুই প্রকৌশলী আটক ॥ ঠিকাদার পলাতক! রহনপুরে সহকারী অধ্যাপক মোঃ মোহসিন আলীর বিদায় সংবর্ধনা ট্রেনে কাটা পড়ে ইজিবাইক এর ২ যাত্রীর মৃত্যু

নার্সদের ৫ দফা দাবিতে উত্তাল রাজশাহী

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১১৬ বার পঠিত

নার্সদের ৫ দফা দাবিতে উত্তাল রাজশাহী

রাজশাহীতে আবারও রাজপথে আন্দোলন শুরু করেছেন সিনিয়র স্টাফ নার্স, ইন্টার্ন নার্স এবং সরকারি-বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। বাংলাদেশ নার্সেস অ্যাসেসিয়েশনের (বিএনএ) ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিক্ষুব্ধ সিনিয়র নার্সরা ছাড়াও প্রায় ২০টি নার্সিং কলেজের অন্তত তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। এতে সংহতি প্রকাশ করে প্রায় ১০টি সংগঠন। এ সময় মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো হাসপাতাল চত্বর। বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনএ‘র রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি মোছা. শাহাদাতুন নূর। মোছা. রিমা খাতুনের সমন্বয়ে এবং রাজশাহী নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মুশফিকুর রহমান কাননের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক তুষার হোসেন, নার্সিং শিক্ষার্থীদের সংগঠন এসবিজিএসএন‘র বিভাগীয় সভাপতি মো. হাবিব উল্লাহ, ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রাজশাহীর সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়েশা আক্তার, বেকার নার্সেস এসোসিয়েশনের সভাপতি মুক্তাদির হোসাইন রাজু, ইন্টার্ন নার্স আলফারা ফেরদাউস, লাবীবা তালুকদার, ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থী মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, নার্সিংয়ের মর্যাদাহানী করে হাস্যকার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ডিপ্লোমা-ইন-পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টরা সমমান মর্যাদায় নার্সিং পেশায় ঢুকলে ধ্বংস হয়ে যাবে দেশের স্বাস্থ্যখাত। ভুগতে হবে গোটা জাতিকে। এ প্রজ্ঞাপন মেনে নেয়া যায় না। কর্মসূচিতে তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-সম্প্রতি জারি হওয়া প্রজ্ঞাপন বাতিল করে ডিপ্লোমা-ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রীতে রূপান্তর করা, গ্র্যাজুয়েট নার্সদের জন্য নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস (সেবা ক্যাডার) চালু ও প্রথম শ্রেণীর শূণ্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করা, সরকারি চাকরিতে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০% ঝুঁকি ভাতা নিশ্চিত করা, অন্যান্য টেকনিক্যাল পেশাজীবীদের ন্যায় পূর্বে প্রদানকৃত চাকরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহাল রাখা, নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা এবং নীতিমালা না মেনে গড়ে ওঠা বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুমোদন বাতিল ও দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। অনতিবিলম্বে এসব দাবি মানা না হলে রাজশাহীতে আগামী বুধবার আবারও কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন নার্স নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!