নওগাঁর পোরশায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। এময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সামশুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।