নওগাঁর পোরশায় বি.এম.ডি.এ’র মালিকানাধীন রাস্তার পাশের গাছ কেটে নিয়েছেন এক ইউপি সদস্য। এঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছে বিএমডি কর্তৃপক্ষ। অভিযুক্ত ইউপি সদস্য হলেন, ১নং নিতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য জাকারিয়া হোসেন। এজাহার সূত্রে জানা গেছে, জাকারিয়া কয়েকজনকে নিয়ে উপজেলার কালাইবাড়ি গাংগুড়িয়া রাস্তায় বিএমডিএ মালিকানাধিন গাছ কাটতেছে। এ খবরের পরিপ্রেক্ষিতে বিএমডিএ কর্তৃপক্ষ সেখানে গিয়ে সত্যতা পায়। এ সময় জাকারিয়া তার দলবল সহ ওখান থেকে পালিয়ে যায়। ফলে বি এম ডি এ এর পোরশা জোনের সহকারী প্রকৌশলী কাজীমদ্দিন বাদী হয়ে জাকারিয়াসহ আরো কয়েকজনের বিরুদ্ধে পোরশা থানায় এজাহার দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, গাছ কেটেছে ঠিকই। এজাহার কপিও থানায় দিয়েছে।