1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ মেলার সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ - দৈনিক চাঁপাই দর্পণ
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ মেলার সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৪২ বার পঠিত

মাল্টা মতিউরের উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ মেলার সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

৭দিনব্যাপী বৃক্ষ মেলার সমাপনী দিনে শিক্ষার্থীদের মাঝে মাল্টা গাছের চারা বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মোনামিনা খামারের স্বত্বাধিকারী সফল কৃষক মোঃ মতিউর রহমান অরফে মাল্টা মতিউর এই উদ্যোগ নেন। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বৃক্ষ মেলা প্রাঙ্গনে গাছের চারাগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) পাপিয়া সুলতানা। কয়েক বছর থেকেই সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করে আসছেন মোনামিনা খামারের স্বত্বাধিকারী সফল কৃষক মোঃ মতিউর রহমান অরফে মাল্টা মতিউর।

গত বছরও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার মাল্টা গাছের চারা বিতরণ করেন শিক্ষার্থীদের মাঝে। এবছরও গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণের অংশ হিসেবে সোমবার জেলা শহরের কালেক্টরেট গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে ৭০০জন শিক্ষার্থী এবং পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থীরা হাতে একটি করে মাল্টা গাছের চারা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন মোনামিনা খামারের স্বত্বাধিকারী সফল কৃষক মোঃ মতিউর রহমান অরফে মাল্টা মতিউর, কালেক্টরেট গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রোকসানা আহমদ, পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক, মোনামিনা কৃষি খামারের পরিচালক নাইজার আহমেদ নাহিদ। গাছের চারা বিতরণে সহযোগিতা করে প্রথম আলো বন্ধু সভার সদস্যরা। এসময় কালেক্টরেট গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকগণ এবং পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। চারা গ্রহণ করে উভয় স্কুলের শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেন এবং গাছের চারা পেয়ে তারা খুবই আনন্দ প্রকাশ করেন। তারা গাছের চারাগুলো লাগিয়ে যত্নের সাথে বড় করে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোনামিনা খামারের স্বত্বাধিকারী সফল কৃষক মোঃ মতিউর রহমান অরফে মাল্টা মতিউর এর এমন উদ্যোগকে সাধূবাদ জানিয়ে প্রতিষ্ঠান প্রধানগণ বলেন, তাঁর এই উদ্যোগ অবশ্যই প্রসংশনিয় এবং অনুকরনিয়। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, ছায়া দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই গাছের চারা বিতরণ করে মতিউর রহমান পরিবেশ রক্ষায় যে কার্যক্রম শুরু করেছেন, তা যেন অব্যহত রাখেন এবং আগামীতে আরও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জকে সবুজায়ন করার কাজটি চালিয়ে যান। এজন্য মতিউর রহমানের দীর্ঘায়ু কামনা করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ৭দিনব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে বৃক্ষ মেলায় অংশ গ্রহণকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বৃক্ষ মেলার ২৫টি প্রতিষ্ঠান অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!