‘অর্থ, পুষ্টি, তুষ্টি চান-নিয়মিত মাশরুম খান এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উপাদান ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. পলাশ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহম্মেদ মাহবুব-উল-ইসলাম, সিভিল সার্জন মোঃ মাহমুদুর রশিদসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠ দিবসের আলোচনা সভায় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প এবং মাশরুম এর পুষ্টিগুণ নিয়ে আলোচনা তুলে ধরা হয়।