চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি মুহা. জিয়াউর রহমান। সোমবার সকালে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী সভাপতিত্বে মোহবুল্লাহ কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামলীগ সভাপতি আশরাফুল হক চুনুসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগসহ অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা ও সুবিধাভোগী শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।