ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে অব্যাহত বর্ষণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় বসতঘরের মাটির দেয়াল চাপায় এক পরিবারের চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার পানিরছড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পানিরছড়ার ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)।
স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, বৈরী আবহাওয়ার কারণে উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হলেও রাত ৮টার পর থেকে কয়েক দফা ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যেই রাতে এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ের পাদদেশে ফকির মোহাম্মদ নিজে বসতঘরটি মাটি দিয়ে তৈরি করেছিলেন। রাতে ভারী বৃষ্টি হওয়ায় ঘরের উপরে ও চারপাশে ত্রিপল দিয়ে ঘুমান সবাই। এরপর হঠাৎ রাত ৩টার দিকে ভারী বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে ফকির মোহাম্মদ ছাড়া বাড়ির সবাই মারা যান। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইউপি সদস্য বশির আহমদ বলেন, রাতে পরিবারের সবাই খাওয়া-ধাওয়া করে ঘুমাতে যান। এর মধ্যে মধ্যরাতে বসতঘরের মাটির দেওয়াল চাপা পড়ে পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন মাটি চাপা পড়া ৪ জনের মৃতদেহ উদ্ধার করে। এসময় আহত কয়েকজনকে উদ্ধার করা হয়। এঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।