চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে আবার নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ এর ৩জন সংসদ সদস্য। পুরাতনেই কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের আস্থার জায়গা থেকেই জেলার ৩টি আসনের বর্তমান সংসদ সদস্যদের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন বলে মনে করছেন জেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোনয়ন পেয়েছেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোনয়ন পেয়েছেন মুহা. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোনয়ন পেয়েছেন মোঃ আব্দুল ওদুদ। দলীয় মনোনয়ন প্রাপ্তরা হচ্ছেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। তবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে কেউ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলে দলের পক্ষ থেকে কোন বাধা থাকবেনা বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। গত ১৫ নভেম্বর দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। আব্দুল ওদুদ বলেন, মনোনয়ন পাবার এ বিজয় চাঁপাইনবাবগঞ্জবাসীর তথা শ্রমিক-জনতাসহ সর্বস্তরের মানুষের। কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি-জামায়াতের ঘাঁটি হিসেবে সদর আসনটি আওয়ামীলীগের ঘরে তোলেন এবং ২০১৪ সালে তিনিই বিনা প্রতিদ্বন্দ্বীতায় ও ২০২৩ সালে উপ-নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আব্দুল ওদুদ। উন্নয়নের ধারা ধরে রাখতে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এদিকে মনোনয়ন ঘোষণার পরপরই শহরের পুরাতন জেলাখানা মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয় ও মিষ্টিমুখ করানো হয়।
দলীয় মনোনয়ন দেয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। এদিকে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকেই স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে।