নওগাঁর নিয়ামতপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার হিন্দুরবাঐল এলাকায় এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলী নগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দুরবাঐল এলাকায় অবস্থিত সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করার চেষ্টা করছিলেন শফিকুল ইসলাম। এক পর্যায়ে বিদ্যুৎতের সংস্পর্শে চলে আসেন তিনি। ঝাঁকুনি খেয়ে মাটিতে পড়ে আহত হন তিনি। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
উপজেলার হিন্দুরবাঐল সেচ পাম্পের অপারেটর মতিউর রহমান বলেন, শফিকুলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব-উল আলম বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে শফিকুলের শরীরের বিভিন্ন অংশের ১৮ থেকে ২০ শতাংশ পুড়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।