জোর করে ব্যালটপেপারে সিল দেওয়ার অভিযোগে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এক প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার গুনাইঘর ইউনিয়নের পদ্মকোট গ্রামের পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রেহেনা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা নিশ্চিত করেন। দ্বাদশ জাতীয় সংসদের ওই আসনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দেড় ঘণ্টা পর কেন্দ্রের ব্যালটপেপারে নৌকা প্রতীকে জোর করে সিল মারার অভিযোগ ওঠে। পরে সকাল ১০টার দিকে কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হয়। পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সিল মারা ব্যালটের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, ব্যালটের পরপর কয়েকটি পাতায় নৌকা প্রতীকে সিল মারা রয়েছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুর রব বলেন, কয়েকজন এসে জোর করে সিল মেরে চলে গেছে। আমরা ব্যবস্থা নিচ্ছি। সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা জানান, সিলমারা ব্যালটগুলো বাতিল করা হয়েছে। আমরা সতর্ক রয়েছি।