বগুড়ায় একটি বেসরকারি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে নয় লাখের বেশি টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো এক সময় সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল হাট এলাকায় এনআরবিসি ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। ওই উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় নয় লক্ষাধিক টাকা সিন্দুকে রেখেই চলে যাই। পরে শুনি সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। ওসি ওলিউল্লাহ বলেন, দুই তলা বিশিষ্ট একটি বাড়ির নীচ তলায় বাম ধারে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। ডান ধারে এসকেএস এনজিও এবং বাড়িওয়ালা থাকেন। আর উপরতলায় তিনটি পরিবার থাকেন। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়িওয়ালা ৯৯৯ এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছাদের সিড়িঘর দিয়ে বাড়িতে প্রবেশ করেছে। পরে ব্যাংকে ঢুকে সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। ব্যাংকের এই উপশাখায় নিরাপত্তা কর্মী নেই। এমনকি পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই৷ যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে জানান ওসি।