নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দমন-নিপীড়ন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং গণবিরোধী এ সরকারের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল থাকলেও পুলিশের বাঁধার কারনে কালো পতাকা মিছিল করতে পারেনি নাটোর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে পুলিশি বেষ্টনির মধ্যে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে দলের নেতা-কমীর্রা কালো পতাকা হাতে মিছিল বের করার চেষ্টা করলে বিপুল সংখ্যক পুলিশ বাঁধা দেয়। পরে তারা পুলিশ বেষ্টনির ভিতরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া হক, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ,পৌর বিএনপির সদস্য সচিব বাবুল চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, এই সিন্ডিকেট নির্বাচনের মাধ্যমে ভুয়া নির্বাচন করেও এই সরকার টিকে থাকতে পারবে না। এ সরকারের অস্তিত্ব নেই, যেকোন সময় সরকার পতন ঘটবে। এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।